ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদাকে ২৫ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১০ এপ্রিল ২০১৭ , ১২:১৯ পিএম


loading/img

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী হাজিরা আসছে ২৫ এপ্রিল। ওই দিন তাকে অবশ্যই আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারক। জানালেন আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দিলেন।

জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলায় অভিযোগ গঠনের জন্য সোমবার দিন ঠিক ছিল। কিন্তু তিনি আসতে না পারায় সময় আবেদন করা হয়েছে।  আদালত এ আবেদন আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গেলো ২৮ মার্চ রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার জন্য ১০ এপ্রিল দিন ঠিক করেন। এ দিন আদালতে হাজির না হলে অন্যরকম আদেশ দেয়া হবে বলেও জানান বিচারক।

ওই দিন খালেদার আইনজীবী মাসুদ তালুকদার বলেছিলেন, ম্যাডামের চোখের সমস্যার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। সেজন্যে আমরা আদালতের কাছে সময় আবেদন করেছি। আদালত আবেদন আমলে নিয়ে ১০ এপ্রিল নতুন দিন ঠিক করেছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলা হচ্ছে- দারুসসালাম থানার নাশকতার ৮ মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দু’টি মামলা।

বিজ্ঞাপন
Advertisement

এইচটি/ সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |